বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বড়াইগ্রামে এমপির উদ্যোগে গাছের চারা বিতরণ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

বড়াইগ্রামে এমপির উদ্যোগে গাছের চারা বিতরণ 

নাটোরের বড়াইগ্রামে এমপির ব্যক্তিগত উদ্যোগে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ১০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি থেকে এসব চারা বিতরণ করেন। 

বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে আ.লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জিন্নাহ ফাউন্ডেশনের সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, বনপাড়া পৌর আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী সবাইকে বেশি বেশি গাছের চারা রোপণের আহ্বান জানান।  

টিএইচ